উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ বিএলআরও অফিসে সঠিক সময় আসছেন না অফিস কর্মীরা অভিযোগ গ্রামবাসীদের

অফিসে আসার সরকারি ভাবে সময় সকাল ১০টা। তার পরেও প্রায় প্রতিদিন অফিসে দেরি করে আসেন বিএলআরও দপ্তরের কর্মীরা।এমনি অভিযোগ করলেন কালিয়াগঞ্জবাসি।প্রতিদিন জায়গা জমির সমস্যা নিয়ে আসা এলাকার মানুষের অভিযোগ বিএলআরও সহ অফিসের কর্মীরা সঠিক সময় আসে না। আজ এমনি কিছু দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিএলআরও অফিসে। শুধু তাই নয়, অফিস রুমে নেই কোন কর্মী অথচ অযথায় জলছে লাইট, চলছে ফ্যান। অফিসে রয়েছে ৩টি ঘড়ি তার মধেও আবার দুটি খারাপ ও একটি ঘড়ির সময় ভুল। বৃহস্পতিবার সকাল ১০টায় বিএলআরও কর্যালয়ে দেখা যায় সে সময় মাত্র ৪ টি কর্মী, একজন ১০.০৫, এক জন ১০.১৫ আর এক জন এই ভাবে ১০.২৫শে আসেন বিএলআরও মহাশয়।

            এলাকাবাসি উৎপল সাহা জানান জমির রেকর্ড করানোর জন্য সকাল ১০ টায় তাকে ডাকা হয়েছে এবং শে যথা সময়ে অফিসে উপস্থিত হয়েছেন। কিন্তু এখনো দেখা মেলেনি ওই কর্মীর। প্রায় এক বছর ধরে কাগজে একটি সই করানোর বিষয় নিয়ে তিনি এখানে আসছেন। তিনি প্রতিবন্দি থাকা স্বতেও ঠিক সময় মতো এসে অফিসের বাইরে অপেক্ষা করছেন।কিন্তু অফিসের কর্মীর কোন পাত্তা নেয়।

            এই বিষয়ে জানতে চাওয়া হলে বিএলআরও বিদ্যুৎ কুমার মাঝি জানান, অফিসে ২৭ টি কর্মী রয়েছে ২৭ টি মধ্যে ৭ জন কর্মী এসেছে। বাকিরাও ১০.৪৫ এর মধ্যে চলে আসেন। যদি তারপরে আসেন তাহলে তাদের এটেন্ডেন্স খাতাই লাল কালি দিয়ে দেওয়া হবে। তিনি নিজে প্রতিদিন বেশ কয়েকবার এটেন্ডেন্স খাতা খতিয়ে দেখেন।আর অফিসের ঘড়ি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন এই এক দুই দিনের মধ্যে ব্যাটারির কারনে দুটি ঘড়ি বন্দ হয়ে পড়েছে, তা ঠিক করা হবে খুব তাড়াতাড়ি।